বন্দর প্রতিনিধি:
বন্দরের কলাগাছিয়া ইউনিয়নে মসজিদ কমিটির ৬ লক্ষাধিক টাকা আত্নসাৎসহ ২১বছরের অবৈধ কমিটির সেক্রেটারীর অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে মুসল্লীরা। ২৯ মার্চ শুক্রবার বাদ জোহর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ১নং মাধবপাশা বড় জামে মসজিদ অভ্যন্তরে এ ঘটনাটি ঘটে।
বিক্ষুব্দ মুসল্লীরা মসজিদ কমিটির স্ব-ঘোষিত সেক্রেটারী নূরুল ইসলাম বেপারীর বিরুদ্ধে নানা শ্লোগান উত্থ্যাপন করে। এ ব্যাপারে স্থানীয় সমাজ সেবক ও মসজিদ কমিটির সদস্য আব্দুস সালাম জানান,নূরুল ইসলাম বেপারী গং মসজিদ কমিটিটি ২১বছর ধরে কুক্ষিগত করে রেখেছেন।
মসজিদের আয়-ব্যায়ের হিসাব তিনি কাউকেই দিতে চান না। কেউ হিসেব চাইতে গেলে তাকে লাঞ্চিত করা হয়। গত শুক্রবার আমি হিসাবের কথা বলাতে সে আমাকে মসজিদ থেকে বের করে দিতে বলেন। তাছাড়া অর্থ আত্নসাতের বিষয়টি আমাকে মসজিদের মোতওয়াল্লীই বশির এলাহীই আমাকে বলেছেন।
সবচেয়ে বড় বিষয় হচ্ছে এলাকার সকল মুসল্লীরা সবাই এই কমিটির বিরুদ্ধে ফুঁসে উঠেছে। তারা সেক্রেটারীর কাছে টাকার হিসাবসহ অপসারণ চেয়েছেন। অপরাপর সদস্য রাসেল মিয়া জানান,তারাতো কোন উন্নয়ন করেনইনা বরং আমরা করতে যাই তাতেও তারা বাধাগ্রস্থ করেন।
তারা সবার সঙ্গে রুক্ষ আচরণ করেন সব সময়। একটা মসজিদ কমিটির কর্মকর্তার আচরণ এমনটা গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় অভিযুক্ত নূরুল ইসলাম বেপারীর সঙ্গে আলাপকালে তিনি সাংবাদিকদেরকে জানান,ঘটনা সাক্ষাতে বললে বুঝতে পারবেন।