সর্বশেষ:

varote pachar

ভারতে পাচার হওয়া ৩ বাংলাদেশি নারীকে বেনাপোলে হস্তান্তর

varote pachar
Facebook
Twitter
LinkedIn

বেনাপোল প্রতিনিধি :

ভাল কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার তিন বাংলাদেশি নারীকে যশোরের বেনাপোল চেকপোষ্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।

শনিবার (২৫ মে) বিকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।

ফেরত আসা নারীরা হলেন, ময়মনসিংহ জেলার ঈশ^রগজ্ঞ থানার তামান্না আক্তার (২৩), ঢাকার আশুলিয়ার মাহমুদা আক্তার মারিয়া (১৭) ও খুলনার পাইকগাছার আইয়া আক্তার মৌসুমি (২৪)।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, ভারতে পাচার হাওয়া বাংলাদেশি নারীদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। সেখান থেকে সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার এর কাছে হস্তান্তর করা হবে।

মানবাধিকার সংস্থা জাস্টিস এন্ড কেয়ারে সিনিয়ার প্রোগ্রামার অফিসার মুহিত হোসেন জানায়, ভাল কাজের প্রলোভনে পড়ে এরা দালালদের মাধ্যমে বিভিন্ন সীমান্ত পথে ভারতে যায়। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হয়। পরে পুলিশ আদালতে সোপর্দ করলে ভারতীয় মানবাধিকার সংস্থা তাদের ছাড়িয়ে নিজস্ব শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে এরা দেশে ফেরার সুযোগ পায়। ফেরত আসাদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana