বটিয়াঘাটা ( খুলনা ) প্রতিনিধি
আগামী ৫ জুন খুলনার বটিয়াঘাটা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ৯ মে অনলাইনে মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে জমা পড়েছে উপজেলা চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন সহ মোট ১৬ জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বটিয়াঘাটা উপজেলা নির্বাচন ২০২৪ —
ব্যাংক ঋণখেলাপির দায়ে মনোনয়নপত্র জমা দিতে পারেননি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তিনবার নির্বাচিত চেয়ারম্যান আশরাফুল আলম খান
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং মোঃ শরীফ আসিফ রহমান বলেন, যাচাই-বাছাই শেষে ৯ মে বৃহস্পতিবার বিকাল ৪ টা পর্যন্ত যাদের অনলাইনে মনোনয়ন পত্র জমা পড়েছে তারা হলেন, চেয়ারম্যান পদপ্রার্থী বটিয়াঘাটা উপজেলার ভাইস চেয়ারম্যান নিতাই গাইন (স্বতন্ত্র),আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন শিমু (আওয়ামী লীগ নেতা), শেখ রাসেল কবির (আওয়ামী লীগ নেতা), মোঃ শাওন হাওলাদার (জাতীয় পার্টি), শেখ হাদিউজ্জামান হাদী (আওয়ামী লীগ নেতা), শ্রীমন্ত অধিকারী রাহুল (আওয়ামী লীগ নেতা), জিএম মিলন (আওয়ামী লীগ ও যুবলীগ নেতা), এমডি খাইরুল ইসলাম খান জনি (বিএনপি নেতা)। উল্লেখ্য বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তিনবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান ব্যাংক ঋণ খেলাপি থাকায় এবার তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি।
ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী পদে যারা মনোনয়ন জমা দিয়েছেন তারা হলেন, জুবাইরুল হক (স্বতন্ত্র), তুহিন রায় (আওয়ামী লীগ নেতা), মোশাররফ হোসেন (আওয়ামী লীগ নেতা),অরিন্দম গোলদার (আওয়ামী লীগ নেতা) ও তাপস কান্তি বিশ্বাস। মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর হলেন ,চঞ্চলা মন্ডল (মহিলা আওয়ামী লীগ নেত্রী),বুলু রায় গাঙ্গুলী (মহিলা আওয়ামী লীগ নেত্রী) ও রুনা লায়লা।