সর্বশেষ:

ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি পরিত্যক্ত

বৃষ্টিতে ভেস্তে গেলো প্রথম ওয়ানডে, দ্বিতীয় ওয়ানডে শুরু হবে ২৩ সেপ্টেম্বর

ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি পরিত্যক্ত
Facebook
Twitter
LinkedIn

ডেস্ক রিপোর্ট :
বৃষ্টির কারণে আজ বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি পরিত্যক্ত হয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর মিরপুরেই দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।ম্যাচটি পরিত্যক্ত হবার আগে প্রথমে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড ৩৩ ওভার ৪ বলে ৫ উইকেটে ১৩৬ রান করে। দুই ঘণ্টা বৃষ্টির কারনে ম্যাচটি ৪২ ওভারে নামিয়ে আনা হয়েছিলো।এরপর দ্বিতীয় দফায় আবারও বৃষ্টি হানা দিলে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়।

নিউজিল্যান্ডের পক্ষে ওপেনার উইল ইয়ং সর্বোচ্চ ৫৮ রান করেন। এছাড়া ৪৪ রান করেন হেনরি নিকোলস।মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস। ব্যাট হাতে নেমে সাবধানী শুরু করেন নিউজিল্যান্ডের দুই ওপেনার ফিন অ্যালেন ও উইল ইয়ং।

৪ ওভারে ৯ রান তোলেন তারা। পঞ্চম ওভারের তৃতীয় ডেলিভারির পর বৃষ্টি বন্ধ হয় খেলা। প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ থাকলে ৪২ ওভারে নেমে আসে ম্যাচটি।তবে দ্বিতীয়বার বৃষ্টি হানা দেয়ার আগে ৩৩.৪ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান তোলে কিউইরা। শেষ পর্যন্ত সেখানেই নিউজিল্যান্ড ইনিংসের সমাপ্তি টানেন ম্যাচ পরিচালনাকারী কর্মকর্তারা। এতে রাত ৮টা ২৬ মিনিটে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।বিরতির পর সপ্তম ওভারের প্রথম বলে অ্যালেনকে ৯ রানে বিদায় করেন মুস্তাফিজ। দলীয় ১৪ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। নবম ওভারে নিউজিল্যান্ড শিবিরে আবারও আঘাত হানেন মুস্তাফিজ। অ্যালেনের মত উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ১ রানে আউট হন তিন নম্বরে নামা চাড বোয়েস।

পরপর দুই ওভারে মুস্তাফিজের জোড়া আঘাতে ১৬ রানে দ্বিতীয় উইকেট হারায় নিউজিল্যান্ড। এমন অবস্থায় নিউজিল্যান্ডের বড় জুটি প্রয়োজনীয়তা মিটিয়েছেন ইয়ং ও হেনরি নিকোলস। পাল্টা প্রতিরোধ গড়ে ১৬তম ওভারে ৫০ ও ২৬তম ওভারে দলের রান ১শতে নেন তারা। ২৭তম ওভারে ওয়ানডেতে চতুর্থ হাফ-সেঞ্চুরির দেখা পান ইয়ং।

ইয়ং-নিকোলসের জমে যাওয়া জুটি ভাঙার চেষ্টায় মাহমুদুল্লাহ ও সৌম্য সরকারকেও ব্যবহার করেন লিটন। অবশেষে ২৮তম ওভারে দ্বিতীয় স্পেলে বোলিংয়ে এসে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন মুস্তাফিজ। ৫৭ বলে ৪৪ রান করা নিকোলসকে নিজের তৃতীয় শিকার বানান ফিজ। তৃতীয় উইকেটে ১১৭ বলে ৯৭ রানের জুটি গড়েন তারা।

বাংলাদেশের মাটিতে তৃতীয় উইকেটে নিউজিল্যান্ডের এটিই দ্বিতীয় সর্বোচ্চ জুটি।এরপর ৩১তম ওভারে জোড়া উইকেট তুলে নেন স্পিনার নাসুম আহমেদ। দ্বিতীয় বলে ইয়ংকে ৫৮ রানে ও চতুর্থ ডেলিভারিতে রাচিন রবীন্দ্রকে শূণ্যতে আউট করেন নাসুম। ১২৩ রানে পঞ্চম উইকেট হারায় নিউজিল্যান্ড।

৩৪তম ওভারের চতুর্থ ডেলিভারির পর আবারও বৃষ্টি বন্ধ হয় খেলা। বেশ কিছুক্ষণ পর বৃষ্টি থামলেও এরপর সেখানেই কিউই ইনিংস সমাপ্তি ঘটে। মুস্তাফিজ ৭ ওভারে ২৭ রানে ৩টি এবং নাসুম ৮ ওভারে ২১ রানে ২ উইকেট নেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana