বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি :
খুলনার বটিয়াঘাটা উপজেলায় বালিয়াডাঙ্গা ইউনিয়নের বিরাট মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।
গতকাল মঙ্গলবার সকাল দশটায় বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয় এর প্রধান শিক্ষক সাহেব আলী মাস্টারের সার্বিক সহযোগিতায়, কৃষি অফিসার আবু বক্কর সিদ্দিক প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, নির্বাচনে ইউপি সদস্য কামরুল ইসলাম ৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়।
ইতোপূর্বে বিদ্যালয়ে অভিভাবক সদস্যদের নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে বিজয়ী হয় মোঃ এজাজুর রহমান শামীম, মিরাজুল তরফদার, মোঃ শফিকুল ইসলাম, মোঃ হালিম মোল্লা ও মিসেস সাহারা আক্তার । এছাড়াও দাতা সদস্য হিসেবে অধ্যাপক ফিরোজুর রহমান ও প্রতিষ্ঠাতা সদস্য মঞ্জিলুর রহমান হাবলু সহ তিনজন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়।