প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ১২:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২, ২০২৩, ১২:১১ পূর্বাহ্ন
বাগেরহাট – ৪ আসনে মনোনয়ন যুদ্ধ: ৮ প্রার্থীর ময়দানে লড়াই
কলি আক্তার, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের জন্য বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মোট ৮ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন। এই আসনের জন্য বিভিন্ন দলের প্রার্থীদের মধ্যে রয়েছেন নতুন মুখ ও অভিজ্ঞ রাজনীতিকরা। এই প্রার্থীদের মধ্যে কে কে রয়েছেন এবং তাদের রাজনৈতিক পরিচিতি কী, তা নিয়ে একটি বিস্তারিত আলোচনা নিম্নে তুলে ধরা হলো।
বাগেরহাট -৪(মোরেলগঞ্জ -শরণখোলা) আসনে বৃহস্পতিবার শেষদিন পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেছেন ৮ জন।
এরা হলেন, আওয়ামী লীগ মনোনীত ছাত্র লীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি এইচএম. বদিউজ্জামান সোহাগ, জাতীয় পার্টির সাজন কুমার মিস্ত্রি, জাকের পার্টির বাদল রেজা, এনপিপির মাওলানা লোকমান সাইফী, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মোহাম্মদ বদরুজ্জামান, বিএনএমের রেজাউল ইসলাম রাজু, তৃণমূল বিএনপির লুতফুর রহমান রিক্তা ও সতন্ত্র আওয়ামী লীগ নেতা এমআর. জামিল হোসাইন।
প্রার্থীদের পরিচিতি:
- এইচএম বদিউজ্জামান সোহাগ (আওয়ামী লীগ): সাবেক ছাত্র লীগের কেন্দ্রীয় সভাপতি হিসেবে তার রাজনৈতিক অভিজ্ঞতা ও তারুণ্যের প্রতীক হিসেবে পরিচিত।
- সাজন কুমার মিস্ত্রি (জাতীয় পার্টি): জাতীয় পার্টির একজন সক্রিয় সদস্য এবং স্থানীয় রাজনীতিতে পরিচিত মুখ।
- বাদল রেজা (জাকের পার্টি): জাকের পার্টির একজন উঠতি নেতা হিসেবে পরিচিত।
- মাওলানা লোকমান সাইফী (এনপিপি): ধর্মীয় নেতা হিসেবে তার পরিচিতি রয়েছে।
- মোহাম্মদ বদরুজ্জামান (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট): সাংস্কৃতিক কর্মী হিসেবে তার পরিচিতি রয়েছে।
- রেজাউল ইসলাম রাজু (বিএনএম): বিএনএমের একজন সক্রিয় সদস্য।
- লুতফুর রহমান রিক্তা (তৃণমূল বিএনপি): তৃণমূল পর্যায়ের একজন জনপ্রিয় নেতা।
- এমআর জামিল হোসাইন (সতন্ত্র আওয়ামী লীগ): সতন্ত্র আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা।
Copyright © 2024 Dainik BD News | দৈনিক বিডি নিউজ. All rights reserved.