কলি আক্তার মোরেলগঞ্জ (বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বাংলাদেশ ছাত্র লীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি এইচএম. বদিউজ্জামান সোহাগ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
রোববার অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোরেলগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন একটি পৌরসভা ও শরণখোলার চারটি ইউনয়ন মিলিয়ে দুই উপজেলার ২০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৪৩টি ভোটকেন্দ্রের সবকটিতেই নৌকার প্রার্থী বিপুল ভোটে বিজয় হয়েছেন।
দুই উপজেলার কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, সংসদীয় আসনের দুটি উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ৩১৪ জন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত এইচএম. বদিউজ্জামান সোহাগ ১ লাখ ৯৯ হাজার ৩৪ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ভোট বর্জনকারী আওয়ামী লীগ নেতা সতন্ত্র প্রার্থী মো. জামিল হোসাইন পেয়েছেন ৫ হাজার ৩৭৬ ভোট।
##অপর প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির সাজন কুমার মিস্ত্রি পেয়েছেনে-২হাজার ১৬৭ভোট, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মাওলানা লোকমান সাইফী- ১ হাজার ৬১১ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মুহাম্মদ বদরুজ্জাামান-৯৯২ভোট, তৃনমূল বিএনপির লুৎফর নাহার রিক্তা-৬০৭ ভোট ও বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট (বিএনএম)-এর রেজাউল ইসলাম রাজু পয়েছেনে-৬৩৬ ভোট।#