সর্বশেষ:

আমেরিকায় জন্মাষ্টমী

বর্ণাঢ্য শোভাযাত্রা’র মধ্য দিয়ে আমেরিকায় জন্মাষ্টমী পালন

আমেরিকায় জন্মাষ্টমী
Facebook
Twitter
LinkedIn

তপন পাল :
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দুষ্টের দমন শিষ্টের পালন এবং ধর্ম রক্ষার লক্ষ্যে মহাবতার ভগবান রূপে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ। সেই উপলক্ষ্যে প্রতিবছর শ্রীকৃষ্ণের জন্মতিথিতে পালন করা হয় জন্মাষ্টমী।

নিউইয়র্কে শ্রীকৃষ্ণ ভক্ত সংঘের জন্মাষ্টমী উদযাপন সম্পন্ন শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ ইউ এস এ ইসকন এর উদ্যোগে গীতা টেম্পল (সাবেক দিব্যধাম মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়। আমেরিকা প্রবাসী বাংলাদেশী সনাতনধর্মাম্বীরা উডসাইড নিউইয়র্কে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নিউইয়র্ক সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র এরিক এডামস এবং নিউইয়র্ক ষ্টেট এসেম্বলি জেনিফার রাজকুমার পেটরেসিয়া। বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণলীলার মাহাত্ম্য নতুন প্রজন্মের মাঝে তুলে ধরে পালিত হল জন্মাষ্টমী। আমেরিকার গীতা টেম্পলে হাজার হাজার সনাতনীদের উপস্হিতিতে দুপুর ২ টায় অনুষ্ঠান শুরু হয় । সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নিউইয়র্ক সিটির মেয়র এরিক এডামস এ সময় মেয়র সনাতন ধর্মাবলম্বীদের সাথে মন্দির প্রদক্ষিণ করে বিভিন্ন কর্মকাণ্ড ঘুরে ঘুরে দেখেন।

আমেরিকায় জন্মাষ্টমী

বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন, নিউইয়র্ক স্টেট এসেম্বলি জেনিফার রাজকুমার এসময় উপস্হিত ছিলেন হিন্দু লিডার শ্রীমান নিত্যানন্দ কিশোর দাস , নবেন্দো দত্ত , শিতাংশু গুহ , ইউনাইটেড হিন্দুস অফ ইউ এস এ এর সভাপতি ভজন সরকার , সহ- সভাপতি ভবতোষ মিত্র , জয়দেব গাইন , সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার সাহা , পরিচালক সবিতা দাস সুতার,পরিচালক ও হিন্দু লিডার দিলীপ নাথ , প্রিয়তোষ দে , সুশীল সিনহা , সুশীল সাহা , রন্জিত সাহা,প্রদীপ সূত্রধর ,দেবব্রত ঘোষ , বিধান পাল,জুলি সাহা,রন্জিত বাবু, সম্পা রায়,সুমন সাহা শ্রীকৃষ্ণ ভক্ত সংঘের সভাপতি অজিত চন্দ,রূপকুমার ভৌমিক ,সাধারণ সম্পাদক কিশোর দাস প্রমুখ ।

উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন শ্রীমতী সবিতা দাস সুতার। জন্মাষ্টমী উৎসবে ম্যাগাজিন “সত্যম ” প্রকাশিত হয়। প্রদীপ কুন্ডু এর সঞ্চালনায় অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল ,নিউইয়র্ক কৃষ্ণ মন্দির গীতা স্কুলের ছাত্র, ছাত্রীদের কন্ঠে বেদ, উপনিষদ ও গীতার মন্ত্র উচ্চারন। মন্ত্র উচ্চারণের পরপরই তারা গীতার আলোকে দুষ্টের দমন ও শিষ্টের পালন নাটক, নৃত্যের তালে তালে নন্দোৎসব, শ্রীকৃষ্ণের বাল্যলীলা নাটক এবং কৃষ্ণভজন নৃত্য উপস্থাপন করে।

বর্ণাঢ্য শোভাযাত্রা'র

উক্ত অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন,অস্মিতা মণ্ডল, বাসুদেব রায়, কৃষ্টি বণিক, আরিয়া সরকার, প্রীতম চক্রবর্তী, তুষ্টি বণিক, সেনভি দে, সুদেষ্ণা সাহা,শ্রেয়া মণ্ডল,রুপন্তি সাহা,রূপম বণিক, আগামী পৃথ্বীরাজ সেন, অর্না গুপ্তা,অনামিকা চন্দ,অংকিতা বিশ্বাস, শ্রেয়শ্রী গুণ,সপ্তর্ষী বণিক,প্রাঞ্জল পোদ্দার, আরশি ভৌমিক,আরোহী ভৌমিক,প্রজ্ঞাত্তম সাহা প্রজ্ঞা,পূর্ণাত্তম সাহা পূর্ণা ,
বৃন্দা ভৌমিক,সময় ভৌমিক,মেঘান সরকার, মৃণাল পাল, ত্রিজল সাহা, আয়াস পাল, অলকা চক্রবর্তী, সম্পা সেন. রুমা সাহা, ত্রিপর্না গুণ,জয়ন্তি দাস (জয়া), লোপা পাল, সীমা মণ্ডল,মনিকা পাল.ড.শ্রী রাজউৎস নাথ।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana