ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের তিন দিন ব্যাাপিকৃষি মেলা গতকাল বুধবার থেকে শুরু হয়েছে।
মেলা উপলক্ষে উপজেলা চত্বর থেকে বুধবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা স্বাধীনতা চত্বরের মেলাস্থলে গিয়ে শেষ হয়।
এরপর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল- আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন প্রকল্পের জেলা প্রশিক্ষক মহাদেব চন্দ্র সানা, প্লান্ট প্রটেকশন উপ-পরিচালক এস এম মিজান মাহমুদ, উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমীন প্রমুখ।
মেলায় উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে কৃষকদের উৎপাদিত বিভিন্ন প্রকার কন্দাল ফসল ১১ টি স্টলে প্রদর্শন করা হয়।