বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি:
বটিয়াঘাটা হাসপাতালের হিসাব রক্ষকের নয়ছয়! দায়িত্বভার বুঝে না দিয়ে লাখ লাখ টাকা নিয়ে হাওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। সূত্র প্রকাশ,বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব রক্ষক মো: সাইদুজ্জামান সাঈদ এক মাস আগে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলির আদেশ হয়। কিন্তু ৩২ দিন অতিবাহিত হলেও এখনও পর্যন্ত বটিয়াঘাটা হাসপাতালে দায়িত্ব ও দায়ভার বুঝে দেয়নি এখনো। এমনকি হাসপাতালে দায়িত্ব থাকা তার রুমের দরজায় তালা দিয়ে রুমটি বন্ধ রেখে চলে যায় বলে অভিযোগ উঠেছে । হাসপাতালে আউট সোসিংয়ে চাকরিরত কর্মকর্তা-কর্মচারীরা বেতন ভাতা নিতে পারছেনা।
এ বিষয়ে বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান বলেন, হিবাব রক্ষক সাইদুর রহমান ফুলতলা হাসপাতালে বদলির নির্দেশ (অর্ডার) হলে তিনি দায়িত্বভার বুঝে না দিয়ে চলে গেছেন। তার এই খাম খেয়ালি করার কারণে হাসপাতালের বিভিন্ন চিকিৎসা খাতে অনেক জটিলতা দেখা দিয়েছে। ডাক্তার আরো বলেন,আমি হিবাব রক্ষকের দায়িত্বভার বুঝে দেওয়ার জন্য সিভিল সার্জন মহোদয়কে পত্রের মাধ্যমে একাধিক বার অবহিত করেছি।
অভিযুক্ত হিবাব রক্ষক সাইদুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করো তাকে পাওয়া যায়নি।
খুলনা সিভিল সার্জন ডাঃ শেখ শফিকুল ইসলাম বলেন, তাকে বদলি করেছে পরিচালক মহোদয়। বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সেে প্রাক্তন প্রধান সহকারি কাম হিসাব রক্ষক মোঃ সাইদুজ্জামানকে খুলনার ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলির আদেশ দেন। সে ফুলতলায় যোগদান করেছেন, কিন্তু বটিয়াঘাটা চার্জ (দায়িত্বভার হস্তান্তর করেননি ।