সর্বশেষ:

বটিয়াঘাটা

বটিয়াঘাটা অসময়ে বৃষ্টিতে ফসলের ক্ষতি,কৃষকের মাথায় হাত।

বটিয়াঘাটা
Facebook
Twitter
LinkedIn

অরুপ জোদ্দার,

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি।

যদি বর্ষে পৌষে, কড়ি হয় তুষে, যদি বর্ষে মাঘের শেষ, ধন্য রাজার পুণ্য দেশ’।

অতি সত্য ক্ষণার বাণী। প্রকৃতির এমন আচরণে এখন খুলনার বটিয়াঘাটার কৃষকের মাথায় হাত। পৌষের তীব্র শীতের মধ্যেও দুদিন ধরে অকাল বৃষ্টিতে ক্ষতির শিকার হয়েছেন কৃষক। বিশেষ করে রবি ফসলের চাষিরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন। তবে স্থানীয় কৃষি বিভাগ বলছে, অল্প বৃষ্টিতে উপকার হতে পারে ফসলের। এরপর ভারী বৃষ্টিপাত হলে আরও ক্ষয়-ক্ষতির সম্ভাবনা রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, অসময়ের বৃষ্টিতে অনেক স্থানে ফসল মাটিয়ে লুটিয়ে পড়েছে। এ ছাড়া যেসব খেতের সবজি এখনো ভালো রয়েছে, তা রক্ষায় প্রচেষ্টা চালাচ্ছেন কৃষকেরা। আরও বৃষ্টি হলে তাঁরা বেশি ক্ষতিগ্রস্ত হবেন বলে জানিয়েছেন।

হাটবাটি এলাকার কৃষক প্রদীপ বলেন, আমরা শীতের সবজি চাষ করেছি এবং রবি মৌসুমে ঢেঁড়শ ও সূর্যমুখি চাষ করার জন্য জমি তৈরি করেছি । কিন্তু অকাল বৃষ্টিতে আমাদের অপূরণীয় ক্ষতি হচ্ছে। বটিয়াঘাটা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিয়ে চাষাবাদ চালিয়ে যাচ্ছি। এখন অসময়ের বৃষ্টিতে আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি বলে জানিয়েছেন।

বটিয়াঘাটা সদর ইউনিয়নের কৃষক সরোজিত বৈরাগী  এক একর জমিতে ঢেঁড়স চাষ করার জন্য জমি তৈরি করেছেন। অকাল বৃষ্টিতে আরো অনেকদিন পিছিয়ে যেতে হলো বলে আক্ষেপ করেছেন তিনি।

তবে এই বৃষ্টিতে রবি ফসলের খুব বেশি ক্ষতির সম্ভাবনা নাই বলে জানান উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো আবু বকর সিদ্দিক । তিনি বলেন, স্বল্প বৃষ্টি সেচের উপকার হয়। আরও ভারী বৃষ্টি হলে ফলন বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে উপজেলা উপসহকারী  কৃষি কর্মকর্তা কমলেশ ঢালী  বলেন, কৃষকের যেন তাদের সমস্যা চিহ্নিত করতে পারেন এবং সম্ভাব্য সমাধান খুঁজে পেতে পারেন, সে ব্যাপারে সাহায্য করা কর্মকর্তাদের কাজ। তবে আমরা মাঠে থেকে কৃষকদের সহায়তা করে আসছি সব সময়।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana