বটিয়াঘাটা প্রতিনিধি :
বটিয়াঘাটার সদরে গলায় ফাস লাগিয়ে ইদ্রিস সরদার (৩২), নামের এক যুবক আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া যায়। ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানাযায়,কিসমত ফুলতলা, বটিয়াঘাটা এলাকার মৃত ইসমাইল সরদারের পুত্র নিহত ইদ্রিস সরদার।
দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রী মধ্যে পারিবারিক সমস্যা চলছিল। গতকাল মৃত্যুর দিন রাতে ইদ্রিস তার শশুর বাড়িতে যায়। সেখানে তার স্ত্রী ও শশুরবাড়ির লোকজনদের সাথে বাগবিতণ্ড হয় বলে জানাযায়। ঐরাতে সে তার বাড়িতে চলে আসে।
তার পরেরদিন সকালে কিসমত ফুলতলা পলিটেকনিক কলেজের নিকটবর্তী খুলনা - দাকোপ মহাসড়কের পাশে একটি বাবলা গাছের সাথে ইদ্রিস এর লাশ ঝুলানো অবস্থায় উদ্ধার করে পুলিশ। নীল রংয়ের নেট জালের অংশ বিশেষ দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় গাছের সাথে ঝুলে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেয়।
তখন পুলিশ এসে লাশটি গাছ থেকে নিচে নামাইয়া রাখে। কিসমত ফুলতলা এলাকার মোহাম্মদ আলী মোল্লা'র মেয়ে খাদিজা বেগম (২৭) এর সাথে বিবাহ হয়। এরিপোর্ট লেখা পযর্ন্ত থানায় কোন মামলা হয়নি। থানা পুলিশ বলছে সে আত্মহত্যা করেছে। তবে মেডিকেল রিপোর্ট না আসলে হত্যা না আত্মহত্যা বলা সম্ভব না।