গতকাল রবিবার সন্ধ্যায় বটিয়াঘাটা উপজেলার সুখদাড়া বাজার থেকে সিনজেন্টা কোম্পানির নাম ভাঙিয়ে নকল কীটনাশক ঔষুধ বিক্রয় কালে মোঃ মনিরুল আলম সরদার (৩০)কে আটক করে স্থানীয় জনতা। পরে তাকে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
আটককৃত মনিরুল আলমের বাড়ি পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের হরিনখোলা গ্রামে। পুলিশ জানায়,তার কাছ থেকে কীটনাশক ঔষুধ ৩০ কেজি থিওভিট ও ১০ কেজি গ্রোজিন নকল মাল উদ্ধার করা হয়েছে। যাহার আনুমানিক মূল্য ১২ হাজার টাকা।
সিনজেন্টা কোম্পানির মোঃ মাসুদুর রহমান (টিটিও) সিনজেন্টা খুলনার প্রতিনিধি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমতলা ব্রীজ এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে সুখদাড়া বাজার মোঃ আলমগীর সরদার এর সরদার ট্রেডার্স দোকানের এর সামনে এনে থানা পুলিশকে খবর দেওয়া হয়।
তিনি আরো বলেন,একটি চক্র দীর্ঘদিন থেকে সিনজেন্টা কোম্পানির নাম ভাঙিয়ে নকল কীটনাশক ঔষুধ বিক্রয় করে আসছে। আটককৃত নকল ঔষধ গুলো আমি উপস্থিত থেকে নকল কীটনাশক ঔষুধ সনাক্ত করি। ঔষধ গুলো জাল বলে তিনি দাবী করেন।