বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি :
২০২৩-২৪ অর্থবছরের রোপা আমন ধানের উপশী জাতের চাষাবাদে প্রণোদনা কর্মসুচী ও সাম্প্রতিক ঘুর্ণিঝড় রিমাল ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ ও প্রান্তিক কৃষকের মাঝে পুনর্বাসন কর্মসুচির আওতায় খরিপ-২ /২৪-২৫ অর্থ বছরের জন্য বিনা মুল্যে রোপা আমন ধানের (উপসী জাত) বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান সোমবার সকাল ১০ টায় বটিয়াঘাটা নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসের হল রুমে বটিয়াঘাটা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবু বকর সিদ্দিক এর স্বাগত বক্তৃতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন খুলনা -১ আসনের সাংসদ সদস্য ননী গোপাল মন্ডল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন খামার বাড়ি খুলনার উপ – পরিচালক কাজি জাহাঙ্গীর হোসেন,
বটিয়াঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোতাহার হোসেন শিমু, ভাইস চেয়ারম্যান তুহিন রায়,মহিলা ভাইস চেয়ারম্যান রুনা লায়লা,সাংবাদিক ইমরান হোসেন সুমন,মহিদুল ইসলাম শাহীন,আলমগীর হোসেন, মোঃ ইমরান হোসেন,রুবেল গোলদার,কৃষি সম্প্রসারন অফিসার মোঃ শরিফুল ইসলাম, মোঃ আসাদুল ইসলাম,উপসহকারী কৃষি অফিসার যথাক্রমে সরদার আব্দুল মান্নান, জীবনানন্দ রায়,দীপন কুমার হালদার, পিন্টু মল্লিক, মোস্তাফিজুর রহমান, কমলেশ বালা, দ্রুবজোতি রায়,যুবনেতা আশরাফুল ইসলাম মিলন,মোঃ শাহারুজ্জামান শাহরিয়ার, দুলাল মহালদার, ইসমাইল হোসেন মোল্লা প্রমুখ। সভা শেষে ৩০৫৯ জন কৃষক কৃষাণীদের মধ্যে ১০ কেজি ড্যাপ,১০ কেজি এমওপি সার দেওয়া হয় প্রতি কৃষকে। এছাড়া প্রত্যেককে ৫ কেজি ধান যার জাত হচ্ছে ব্রি-ধান ৭৬,৮৭,৭৫,৯৩,৯৪, ৯৫,১০৩,১০ ও ২৩ জাতের বীজ ধান বিনা মূল্যে বিতরণ করেন।