বটিয়াঘাটা প্রতিনিধিঃ
বটিয়াঘাটার পল্লীতে জামাতার দেওয়া মিষ্টি খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় একটি পরিবার। জানা যায়, রবিবার(৮ অক্টোবর ২৩) রাতে উপজেলার সুরখালী ইউনিয়নের সুকদাড়া এলাকার রশিদ তরফদার ও তার স্ত্রী আলেয়া বেগম কে তাদের জামাতার গাওঘরা এলাকার সাহেব আলী শেখ মিষ্টি পাঠায়।
তারা মিষ্টি খেয়ে অচেতন হয়ে পড়লে পরেরদিন সকালে তাদেরকে এলাকাবাসী অসুস্থ অবস্থায় উদ্ধার করে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় সুরখালী ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটু সহ পরিষদের অন্যান্য সদস্যরা সেখানে যান এবং তাদের খবরাখবর নেন।
ভুক্তভোগী রসিদ তরফদার বলেন, আমার বড় জামাতা গাওঘরা এলাকার সাহেব আলী শেখের সাথে আমাদের দীর্ঘদিন পারিবারিক ঝামেলা চলছে। হটাৎ সে আমাদের বাড়ি মিষ্টি কিনে পাঠায়। রাতে ঐ মিষ্টি খেয়ে আমি ও তার স্ত্রী জ্ঞান হারিয়ে ফেলি।
সোমবার বটিয়াঘাটা থানায় ৩/৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবার। বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শওকত কবির বলেন,অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।