বটিয়াঘাটা প্রতিনিধি :
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার বলেছেন,আজকের শিক্ষার্থী আগামী দিনে পরিবার সমাজ রাষ্ট্রের ভবিষ্যত । একজন কৃতি ছাত্র-ছাত্রী পরিবার,সমাজ,স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠান ও রাষ্ট্রের সম্মান অর্জন বহন করতে সাহায্য করে ।
একজন কৃতি শিক্ষার্থী ভবিষ্যতে পরিবারকে আর্থিক, সামাজিক ও সাংস্কৃতিক ভাবে যেমন ভূমিকা রাখে,তেমনি রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতার মাধ্যমে ভূমিকা রাখতে সক্ষম হয় । বটিয়াঘাটায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৩ উদযাপন উপলক্ষ্যে গতকাল সোমবার বিকাল ৫ টায় স্থানীয় গুপ্তমারী ও দাউনিয়াফাঁদ এলাকায় বঙ্গবন্ধু গ্যালারীতে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন ।
বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার’র প্রধান উপদেষ্টা,স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়’র সাবেক সচিব ড. প্রশান্ত কুমার রায়’র সভাপতিত্বে অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,জেলা আ’লীগের সদস্য বীরমুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল, সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অমিতেষ দাশ,অবঃপ্রাপ্ত অধ্যক্ষ নির্মলেন্দু বিশ্বাস, আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ডাঃ সুকদেব কুমার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল ।
অধ্যাপক অনুপম টিকাদার’র সঞ্চলনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অবঃপ্রাপ্ত শিক্ষক নিকুঞ্জ বাহারী গোলদার,বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়, বীরমুক্তিযোদ্ধা নির্মল মন্ডল,বীরমুক্তিযোদ্ধা দেবাকর মন্ডল, বীরমুক্তিযোদ্ধা মহেন্দ্রনাথ টিকাদার, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক অন্নদা শংকর রায়, জলমা-চক্রাখালী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকা তৃপ্তি রাণী বিশ্বাস,প্রাণ গোপাল বৈরাগী,সাবেক উপজেলা আ’লীগ নেতা রাজকুমার রায়,স। আরো অনেকে।