কলি আক্তার মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে মোবাইল ফোনে কথা বলতে বলতে চলন্ত ফেরি থেকে নদীতে পড়ে নিখোঁজ বৃদ্ধ ফজলুল হকের সন্ধান পাওয়া যায়নি। টানা ১০ ঘন্টা নদীর তলদেশে তল্লাশী অভিযান চালিয়ে চালানোর পরে শনিবার সন্ধা ৬ টার দিকে অভিযান স্থগিত করেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ বলেন, ফায়ার কর্মীরা সর্বোচ্চ চেষ্টা করে ব্যর্থ হয়েছে। হয়তো স্রোতে দূরে চলে গেছে। এখন ভেসে ওঠার অপেক্ষায় থাকতে হবে।
উল্লেখ্য, গত শুক্রবার রাত ১১ টার দিকে মোরেলগঞ্জ পানগুছি নদীর ফেরি পারাপারের সময় ইন্দুরকানি উপজেলার চর খোলপটুয়া গ্রামের জেন্নাত আলী শেখের ছেলে ফজলুল হক ফেরি থেকে নদীতে পড়ে নিখোঁজ হন।