পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছার ঐতিহ্যবাহী ফসিয়ার রহমান মহিলা কলেজের সদ্য নিয়োগ পাওয়া উপাধ্যক্ষ ও অফিস কর্মচারী সংশ্লিষ্ট কলেজে যোগদান করেছেন। গত ১৭ নভেম্বর অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় উপাধ্যক্ষ পদে নিয়োগ পান গড়ইখালী শহীদ আয়ুব মুসা মেমোরিয়াল কলেজের ভ‚গল বিভাগের সহকারী অধ্যাপক উৎপল কুমার বাইন ও অফিস সহায়ক পদে নিয়োগ পান লিটন সরদার।
সদ্য নিয়োগ পাওয়া এ দু’জন বুধবার সকালে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ সফিয়ার রহমানের উপস্থিতিতে স্ব স্ব পদে যোগদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক শেখ রুহুল কুদ্দুস,প্রাক্তন প্রধান শিক্ষক এসএম মোজাম্মেল হক, সহকারী অধ্যাপক হোসনেআরা খানম, মুসফিকা হুমায়ুুন কবির পিন্টু, নূর মোহাম্মদ, ময়নুল ইসলাম, জিএম মুনছুর আলী, সরদার আব্দুর রাজ্জাক, জিএম শফিকুল ইসলাম, তাপস কুমার মন্ডল, প্রভাষক ইতি বৈরাগী, তাপস সরকার, মৌসুমী রানী, নূপুর মন্ডল, আবু সাবাহ, সাথী রানী শিকদার, শাপলা খাতুন, জিবি সদস্য আব্দুস সামাদ ও জাহাঙ্গীর আলম।