বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি :
পূর্বশত্রুতা ও জমিজমা সংক্রান্তের জের ধরে জাকির গাজী গং বাহিনীর হাতে গুরুতর জখম ও হামলার শিকার হয়েছে কলেজ ছাত্র তোরাজ শেখ (২২ । এ ঘটনায় কলেজ ছাত্রের মা বাদী হয়ে ছয় জনকে আসামি করে বটিয়াঘাটা থানায় এক লিখিত অভিযোগ দায়ের করেন।
ঘটনাটি ঘটেছে,গত সোমবার সকালে বটিয়াঘাটা থানার কোদলা এলাকা মোঃ আছাবুরের দোকানের সামনে রাস্তার উপর। ভুক্তভোগী পরিবার ও বাদীর অভিযোগ সূত্রে জানা যায়,গত সোমবার সকালে শম্ভুনগর এলাকার মোঃ আসমাউল শেখের ছেলে তোরাজ শেখ বাড়ি থেকে সুন্দরমহল বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় । ভ্যান যোগে উক্ত ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই পূর্ব থেকে ওৎ পেতে থাকা পূর্ব পরিকল্পিত ভাবে জাকির গং বাহিনীর লোকজন ও তার ভাইরা তোরাজ শেখের উপর হামলা করে।
খবর পেয়ে বারোআড়িয়া পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বাদী তহমিনা বেগম অভিযোগে বলেন, কোদলা ও শম্ভুনগর এলাকার হাবিবুর গাজী (৪০), জাকির গাজী (৫০), মাহাবুর গাজী (৩৫), রকিবুল সরদার (৩২), শামছুর সরদার (৬০), বাবুল শেখ (৪২), বিবাদীরা অত্যন্ত খারাপ প্রকৃতির লোকজন। জমিজমার বিষয় নিয়ে পূর্ব হইতে বিবাদীদের সাথে আমাদের বিরোধ চলে আসছে। উক্ত বিরোধের জেরে বিবাদীরা প্রায়ই আমাদের বিভিন্ন ধরনের ভয়ভীতি সহ ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে।
এরই জের ধরে ২৯ এপ্রিল ২০২৪ তারিখ সকাল অনুমান ৭ টার সময় আমার ছেলে মোঃ তোরাজ শেখ (২২) (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ এর ছাত্র) তাহার ছোট খালা মুর্শিদার ২ মাস বয়সী বাচ্চা ফাতেমাকে নিয়ে নিজ বাড়ি হইতে বটিয়াঘাটা থানাধীন সুন্দরমহল যাওয়ার সময় বিবাদীদের বাড়ির সামনে পৌছামাত্রই পূর্ব হইতে ওৎ পেতে থাকা বিবাদীরা পূর্বশত্রুতা ও বিরোধের জের ধরে আমার ছেলেকে উদ্দেশ্য করিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তেড়েফুড়ে মারতে উদ্যত হয়। তখন আমার ছেলে তোরাজ শেখ প্রতিবাদ করলে বিবাদীরা এলোপাতাড়িভাবে মারপিট করিয়া আমার ছেলের সমস্ত শরীরে নীলা-ফোলা জখম করে এবং ঐ সময় আমার ছেলের কোলে থাকা ২ মাস বয়সী বাচ্চা ফাতেমার বুকে আঘাত লাগে।
খবর পেয়ে আমি ও আমার স্বামী মোঃ আসমাউল শেখ (৪০) সহ সাক্ষীরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে সংঘর্ষ ঠেকাতে গেলে বিবাদীরা আমাকে ও আমার স্বামীকে এলোপাতাড়ি ভাবে মারপিট করে আমাদের সমস্ত শরীরে নীলা-ফোলা জখম করে। ১নং বিবাদী হাবিবুর গাজী আমার স্বামীর পকেটে থাকা নগদ ২০ হাজার টাকা ছিনতাই করে নেয়। আমাদের ডাক-চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসলে বিবাদীরা আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন সহ স্ব-পরিবারে জীবন নাশে হুমকি-ধামকি দেয়। বর্তমান আমরা বিবাদী সন্ত্রাসী বাহিনীর ভয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।