সর্বশেষ:

পাইকগাছা

পিসি রায়ের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য

পাইকগাছা
Facebook
Twitter
LinkedIn

আলাউদ্দিন সোহাগ,পাইকগাছা ->>
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি বলেছেন বাঙালী ক্ষণজন্মা মহাপুরুষদের মধ্যে জগদ্বিখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র পিসি রায় ছিলেন অন্যতম। তিনি ছিলেন একজন বিশ্ব নন্দিত বিজ্ঞানী। একাধারে তিনি ছিলেন শিক্ষাবিদ, শিল্পপতী, রসায়নবিদ, সমাজসেবক,সমাজ সংস্কারক, সমবায় আন্দোলনের পুরোধা ও রাজনীতিবিদ। বিজ্ঞানী পিসি রায় ছিলেন একজন অসাম্প্রদায়িক চেতনার মানুষ। উপমহাদেশে প্রথম সমবায় ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন এর মাধ্যমে তিনি সমবায় ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলেছিলেন।

বিজ্ঞানী পিসি রায়ের মতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বৈষম্যহীন সমবায় ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার শুভ সূচনা করেছিলেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে এদেশে স্বাধীনতা বিরোধী শক্তি সাম্প্রদায়িকতাকে প্রতিষ্ঠিত করেছিলো। প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতৃত্বে বর্তমান সকারের সময়ে দেশে আমুল পরিবর্তন হয়েছে। সরকারের সবধরনের সক্ষমতা বেড়েছে।

ফলে সরকার পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল ও মেট্ররেল সহ মেগা মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে। এর সুফল দেশের মানুষ পাচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন উন্নত জাতি হিসেবে আমরা যখন এগিয়ে যাচ্ছি স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াত-বিএনপি’র নেতৃত্বে জঙ্গিবাদ গোষ্ঠি আবার ও ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র শুরু করেছে। এটা দেশের জন্য অশনী সংকেত। এদের বিরুদ্ধে সকলকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য অগ্নি-পরীক্ষা, এ পরীক্ষায় সবাই অংশ নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শক্তির বিজয় নিশ্চিত করতে হবে।

তিনি বলেন স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বিজ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। এজন্য তিনি বিজ্ঞানী পিসি রায়ের জীবন আদর্শ তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহবান জানান এবং বিজ্ঞানীর বসতভিটা সংরক্ষণ সহ বিজ্ঞানীর স্মৃতি বিজড়িত দেশের প্রথম বালিকা বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণে সহযোগীতার আশ্বাস দেন।

তিনি বুধবার সকালে খুলনা জেলার পাইকগাছার রাড়ূলীতে জগদ্বিখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র পিসি রায়ের ১৬২তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম (সেবা), প্রতœতত্ব বিভাগের আঞ্চালিক পরিচালক লাভলী ইয়াসমিন,

উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা, সিনিয়র সহকারী পুলিশ সুপার ডি-সার্কেল সাইফুল ইসলাম, ওসি রফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, জেলা আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কওসার আলী জোয়াদ্দার, জিএম আব্দুস সালাম কেরু ও ওসি তদন্ত তুষার দাশ। সহকারী অধ্যাপক ময়নুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা সমীরণ সাধু, ডাঃ শংকর দেবনাথ, অধ্যক্ষ রবিউল ইসলাম, গোপাল চন্দ্র ঘোষ ও মোস্তফা কামাল জাহাঙ্গীর।

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষাথীদের মাঝে প্রধান অতিথি পুরুষ্কার বিতরণ করেন। অনুষ্ঠানের শুরুতেই প্রতিমন্ত্রী অতিথিদের সাথে নিয়ে বঙ্গবন্ধু ও বিজ্ঞানী পিসি রায়ের প্রতিকৃতিতে পুষ্পস্তর্বক অর্পন করেন। এর আগে তিনি বিজ্ঞানীর বসতবাড়ী পরিদর্শন করেন। বিকালে তিনি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় পরিদর্শন, নেতাকমীদের সাথে মত বিনিময় এবং কপিলমুনি বাজারস্থ রায় সাহেবদের বেদ মন্দির পরিদর্শন করেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana