সর্বশেষ:

মসজিদের দানবাক্সে

পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেলো ৫ কোটি ৭৮ লাখ ৯ হাজার ৩২৫ টাকা

মসজিদের দানবাক্সে
Facebook
Twitter
LinkedIn

ডেস্ক রিপোর্ট :
এবার কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে পাওয়া গেছে রেকর্ড ৫ কোটি ৭৮ লাখ ৯ হাজার ৩২৫ টাকা। শনিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৮টায় মসজিদের নিচতলায় আটটি লোহার দানসিন্দুক খোলা হয়।

এতে পাওয়া যায় ২৩ বস্তা টাকা।পরে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের মেঝেতে ঢেলে শুরু হয় গণনা। দিনভর গণনা শেষে রাত সোয়া ৯ টায় জানা যায় মোট টাকার অঙ্ক ।

নগদ টাকা ছাড়াও পাওয়া গেছে বিভিন্ন দেশের মুদ্রা ও স্বর্ণালংকার। এর আগে গত ৬ মে মসজিদের দানবাক্স থেকে পাওয়া গিয়েছিল ৫ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৮৯ টাকা। তারও আগে ৪ জানুয়ারি দানবাক্স খুলে ৪ কোটি ১৮ লাখ ১৬ হাজার ৭৪৪ টাকা পাওয়া যায়।

সকাল ৮টা থেকে দানবাক্সে পাওয়া ২৩ বস্তা টাকা গণনার কাজে অংশ নেন পাগলা মসজিদ নূরানি হাফিজিয়া মাদ্রাসার ১৪০ শিক্ষার্থী,রূপালী ব্যাংকের ৬০ কর্মকর্তা-কর্মচারীসহ দুই শতাধিক মানুষ। গণনা শেষে রাতেই পুলিশ পাহারায় টাকা নিয়ে যাওয়া হয় রূপালী ব্যাংক,কিশোরগঞ্জ কার্যালয়ে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana