সর্বশেষ:

ভূমিকম্পে

পাকিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্পের আঘাত

ভূমিকম্পে
Facebook
Twitter
LinkedIn

ডেস্ক রিপোর্ট :
পাকিস্তানে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে । বুধবার (১৫ নভেম্বর) ভোর ৫ টা ৩৫ মিনিটে দেশটির আফগান সীমান্তবর্তী এলাকায় এই কম্পন অনুভূত হয়। তবে ভূমিকম্পের কারণে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বলছে, পাকিস্তানে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২। স্থানীয় সময় বুধবার ভোর ৫টা ৩৫ মিনিটে আঘাত হানা ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৮ কিলোমিটার গভীরে।

এর আগে গত মার্চে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছিল পাকিস্তানে। রাজধানী ইসলামাবাদ, লাহোর, রাওয়ালপিন্ডি, কোয়েটা, পেশোয়ার, কোহাট, লাক্কি মারওয়াতসহ প্রায় পুরো পাকিস্তানে কম্পন অনুভূত হওয়ার পাশপাশি অন্তত ৯ জনের প্রাণ কেড়ে নিয়েছিল সেই ভূমিকম্প।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana