পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
সুন্দরবন সংলগ্ন পাইকগাছা ও কয়রা উপজেলায় অবাধে গড়ে উঠেছে ইটভাটা। এসব বেশিরভাগ ইটভাটার নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র কিংবা বৈধ কোন অনুমোদন।
সরকারি নির্দেশনা উপেক্ষা করে জ্বালানি কাঠ ব্যবহার করার মাধ্যমে ইটভাটা গুলো দীর্ঘদিন পরিচালিত হয়ে আসছে। এতে একদিকে বিনষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য ও হুমকির মুখে পড়ছে প্রাণ প্রকৃতি ও কৃষি জমি। এদিকে অনুমোদন বিহীন ইটভাটা স্থাপন করায় সোমবার সকালে দুই উপজেলার বিভিন্ন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর খুলনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসিফুর রহমান।
এসময় ইটভাটা পরিচালনার বৈধ কোন অনুমোদন না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাইকগাছা উপজেলার ৬টি এবং কয়রা উপজেলার ৩টি ইটভাটায় সাড়ে ১৭ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসিফুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন পাইকগাছার সহকারী কমিশনার ভূমি মোঃ আরিফুজ্জামান , পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ মারুফ বিল্লাহ, সহকারী পরিচালক পারভেজ আহম্মেদ ও প্রধান সহকারী আব্দুল বারী।