প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৮:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৩, ১০:৫৭ অপরাহ্ন
পাইকগাছা উপজেলা ও পৌরসভা কৃষকলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছা উপজেলা ও পৌরসভা কৃষকলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে প্রেসক্লাব মিলনায়তনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ রশীদুজ্জামানের সমর্থনে এ বর্ধিত সভার আয়োজন করা হয়। উপজেলা কৃষকলীগের আহবায়ক অ্যাডভোকেট শেখ আব্দুর রশীদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব সহকারী অধ্যাপক ময়নুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, দলীয় সংসদ সদস্য প্রার্থী মোঃ রশীদুজ্জামান।
বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, খুলনা জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মানিকুজ্জামান অশোক, জেলা আওয়ামী লীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সমীরণ সাধু, যুগ্ম-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, শেখ জিয়াদুল ইসলাম, শাহজাদা মোঃ আবু ইলিয়াস, জেলা কৃষকলীগ নেতা হাতেম শেখ, আল মাহমুদ প্রিন্স, সাইফুল ইসলাম শিশির, আব্দুল মান্নান খান মনা, শেখ শামসুদ্দোহা বাঙ্গালী,
নিরঞ্জন সরদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, কৃষকলীগনেতা আব্দুল করিম মোড়ল, রণজিত দে, আজির উদ্দীন, হাফিজুর রহমান, সেলিম মোড়ল, সদানন্দন মন্ডল, নূরুল ইসলাম, সুভাষ চন্দ্র রায়, সমীরণ মন্ডল, হাফিজুর রহমান হাফিজ, জিএম আজিজুল ইসলাম, শক্তিপদ মন্ডল, ইকরামুল ইসলাম সবুজ, আল ফারুক সোহান,
রিতা রায়, ইতি বিশ্বাস, নীলিমা, পপি, রূপালী, মরিয়ম, প্রিয়া রায়, তৃপ্তি শীল ও শান্তনা বাছাড়। সভায় দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে কৃষকলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বক্তারা।
Copyright © 2024 Dainik BD News | দৈনিক বিডি নিউজ. All rights reserved.