পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে পৃথক এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ইফতেখারুল ইসলাম শামীম, ওসি ওবাইদুর রহমান, অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, প্যানেল মেয়র এস এম ইমদাদুল হক, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, আবু জাফর সিদ্দিকী রাজু, জি এম আব্দুস সালাম কেরু, অধ্যক্ষ আজহারুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণু পদ বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক,
মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, প্রকৌশলী শাফিন শোয়েব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, বন কর্মকর্তা প্রবীর, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে, শিক্ষক শহিদুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত ঘোষ, আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন, জনস্বাস্থ্যের উপ সহকারী প্রকৌশলী শাহাদৎ হুসাইন, প্যানেল চেয়ারম্যান খোরশেদুজ্জামান, জাহাঙ্গীর আলম, সুকুমার কবিরাজ, ইউনুস মোড়ল, আব্দুল্লাহ সরদার, চম্পা বেগম, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ।
সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া সভায় এলাকার সবগুলো পুলিশ ক্যাম্পের কার্যক্রম শুরু করা, থানা পুলিশ ও সরকারি সকল প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম শুরু করা, জনসেবা নিশ্চিত করা, সাধারণ মানুষের স্বাভাবিক জীবন যাপন নিশ্চিত করা, ভ্যান স্ট্যান্ড তৈরি করা, অবৈধ দখল বন্ধ করা এবং বন্যা কবলিত দেলুটির ক্ষতিগ্রস্ত এলাকার দ্রুত পুনর্বাসন নিশ্চিত করা সহ গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।