সর্বশেষ:

পাইকগাছার আরো ৬৮টি গৃহহীন পরিবার

পাইকগাছার আরো ৬৮টি গৃহহীন পরিবার ঘর পাচ্ছে

পাইকগাছার আরো ৬৮টি গৃহহীন পরিবার
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ->>
পাইকগাছার আরো ৬৮টি গৃহহীন পরিবার জমি সহ রঙিন ঘর পাচ্ছে। ৪র্থ পর্যায়ের ২য় ধাপে ৬৮ পরিবার সহ এ পর্যন্ত ৮১০ পরিবারকে জমি সহ ঘর প্রদান করার মাধ্যমে পুনর্বাসন করা হয়েছে। আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ২২ হাজার ৩৩৪টি উপকারভোগী পরিবারের অনুক‚লে জমি সহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।

এ উপলক্ষে সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভ‚মিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে একক গৃহনির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। তিনি বলেন, সর্বশেষ টাস্কফোর্স কমিটি কর্তৃক প্রনীত তালিকা অনুযায়ী অত্র উপজেলায় ভ‚মিহীন পরিবারের সংখ্যা ৮৫৫।

এর মধ্যে প্রথম পর্যায়ে ২২০, ২য় পর্যায়ে ৩শ, ৩য় পর্যায়ে ৯৭ এবং সেনাবাহিনী কর্তৃক নির্মিত ব্যারাকে ৭৩ ও ৪র্থ পর্যায়ের প্রথম ধাপে ৫২টি পরিবারকে জমি সহ ঘর প্রদান করার মাধ্যমে পুনর্বাসন করা হয়। অবশিষ্ট ১১৩টি পরিবারের মধ্যে ৪র্থ পর্যায়ের ২য় ধাপে ৬৮টি পরিবারকে পুনর্বাসন করা হচ্ছে।

যার মধ্যে কপিলমুনি ইউনিয়নের রামচন্দ্রনগর মৌজায় ৩২ ও গদাইপুর ইউনিয়নে বিলপরানমালী মৌজায় ৩৬টি পরিবার। প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এসব উপকারভোগীদের মাঝে জমি সহ ঘর হস্তান্তর করা হবে বলে প্রেস ব্রিফিং প্রদান কালে ইউএনও মমতাজ বেগম এসব তথ্য জানান। অনুষ্ঠানে অন্যান্যদের

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana