পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় ৫ টি বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার বিকালে পাইকগাছা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড শিববাটি গ্রামে এ আগুনের ঘটনা ঘটে। আগুনে পাঁচটি বসতঘর সমপূর্ণ পুড়ে প্রায় তিন লাখ টাকার মত ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানান। বসতঘর পুড়ে যাওয়া এসব পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে দিন কাটাতে হবে ।
স্থানীয়রা ও ক্ষতিগ্রস্তরা এসব তথ্য নিশ্চিত করেছেন।ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বলেন, শত্রুতা করে কেও এমন ঘটনা ঘটাতে পারে। তবে এলাকাবাসীরা মনে করছেন রান্নাঘর থেকে আগুনটি লাগতে পারে। আগুন লাগার পর স্থানীয়রা ও আশাশুনির ফায়ার সার্ভিস এর সহায়তায় আগুন নিভানো হয়। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত রেবেকা বিবি (৫০) বলেন, স্বামী আকবর গাজী (৬৫) ভ্যান চালক, বাড়িতে ছিল না ‘।ভ্যান চালাতে গিয়েছিল। আমি আমার ছোট ছেলে এবং আমার তিন বছরের পোতা বাড়িতে ছিলাম। হঠাৎ করে কিভাবে যে ঘটনা ঘটলো আমি বুঝতে পারলাম না। ঘরসহ সব মালামাল পুড়ে গেছে। এক কাপড়ে আছি। কি করে চলবো বুঝতে পারছি না।