পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
খুলনার পাইকগাছায় ১৫৫ টি মন্দিরে
আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে। উপজেলার ১০টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ১৫৫ টি মন্দিরে সার্বজনীন দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ-এর পাইকগাছা উপজেলা কমিটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিৎ করেছে।
আগামী ২০ অক্টোবর হতে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। এবছর দুর্গোৎসব সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণভাবে যাতে পালিত হয় সে ব্যাপারে সংগঠন-এর পক্ষ থেকে ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছে।
জানা গেছে পাইকগাছা পৌরসভায় ৬ টি, হরিঢালী ইউনিয়নে ১৯ টি, কপিলমুনি ইউনিয়নে ১৯ টি, লতা ইউনিয়নে ১৪ টি, দেলুটি ইউনিয়নে ১৫ টি, সোলাদানা ইউনিয়নে ১২ টি, লস্কর ইউনিয়নে ১৭ টি, গদাইপুর ইউনিয়নে ৫ টি, রাডুলী ইউনিয়নে ২২ টি, চাঁদখালী ইউনিয়নে ১৩ টি ও গড়ইখালী ইউনিয়নে ১৩ টি সর্বমোট উপজেলায় ১৫৫ টি মন্দিরে দুর্গা উৎসব উদযাপিত হবে বলে পুজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু জানিয়েছেন। ইতিমধ্যে সকল তালিকা প্রশাসনের বিভিন্ন দপ্তরে প্রদান করা হয়েছে।