পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় ঈদ পুনর্মিলনী উপলক্ষ্যে
২০০১ ব্যাচ থেকে ২০১৭ ব্যাচের উদ্যোগে ১০ম স্টুডেন্টস চ্যাম্পিয়নশীপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে ২০১২ ব্যাচ ১৮ রানে ২০১৭ ব্যাচ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সোমবার পাইকগাছা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু ও পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। ভাগ্য নামক পরীক্ষায় টসে জিতে ২০১২ ব্যাচ ক্রিকেট একাদশ প্রথমে ব্যাট করতে নেমে ১২ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করে। টার্গেট নিয়ে খেলতে নেমে ২০১৭ ব্যাচ"
ক্রিকেট একাদশ ৯ উইকেটে ৮৯ রান করলে ২০১২ ব্যাচ ক্রিকেট একাদশ ১৮ রানে জিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় ম্যান অফ দ্যা সিরিজ রানার্সআপ দলের প্রীতম এবং ফাইনাল চ্যাম্পিয়ন দলের জামান। আম্পিয়ারদ ছিলেন, ইয়ামিন জনি, রিফাত ও দ্বীনবন্ধু। উপস্থিত ছিলেন, অব.শিক্ষক অখিল কুমার সরকার, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান, রঞ্জু, কাউন্সিলর রবি শংকর মন্ডল ও গোফ্ফার মোড়ল, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, হাবিবুর রহমান মুছা, অ্যাড. মঞ্জুরুল ইসলাম, দিপংকর মন্ডল, জামিনুর রহমান রানা, আসিফ ইকরাম সজীব, অহিদুজ্জামান, রাকেশ, শিমুল, ফাইমিন, তুফান, সোহাগ, গোপাল, উত্তীয়, ফয়সাল রাশেদ সনি, মারুফ আহমেদ, দ্বীপ, মোহন, নাদিম সহ ২০০১ ব্যাচ থেকে ২০১৭ ব্যাচের সকলে।