এস,এম,আলাউদ্দিন সোহাগ,পাইকগাছা (খুলনা)
খুলনার পাইকগাছা উপজেলার শিবসার অববাহিকায় শিববাটিস্থ রাস মন্দিরে হাজারো পূণ্যার্থীদের আগমনে ” শ্রীশ্রী রাধাকৃষ্ণের রাস যাত্রা রাস পূর্ণিমার পূণ্য স্নান ” অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে শিববাটি রাস মন্দির অঙ্গণে পৌরসভাস্থ উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়ী, বাতিখালী হরিতলা পূজা মন্দির, বাজার সার্বজনীন পূজা মন্দির, শিববাটি পূজা মন্দির, শিববাটি পূর্বপাড়া পূজা মন্দির ও সরল গোপালপুর দাশপাড়া পূজা মন্দিরের যৌথ উদ্যোগে শ্রী শ্রী রাধাকৃষ্ণের রাস যাত্রা রাস পূর্ণিমা উপলক্ষ্যে রাস মেলা উদযাপন কমিটির সভাপতি সন্তোষ কুমার সরদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান। উদ্বোধক ছিলেন, পূজা উদযাপন পরিষদের উপজেলা কমিটির সভাপতি সমীরণ সাধু।
বিশেষ অতিথি ছিলেন, হিন্দু বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদ জেলা কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট অজিত কুমার মন্ডল, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, এস এম তৈয়বুর রহমান ও কবিতা রাণী দাশ, কাউন্সিলর আসমা আহম্মেদ।
রাসমেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক হিরেন্দ্রনাথ সানা ও জেলা পূজা পরিষদের সদস্য মৃত্যুঞ্জয় সরদার এর সঞ্চালনায় বক্তৃতা করেন, উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়ির সভাপতি সুরঞ্জন চক্রবর্তী, হরিতলা মন্দিরের সম্পাদক প্রমথ রঞ্জন সানা, সাংবাদিক এম মোসলেম উদ্দিন আহমেদ, রামকৃষ্ণ মিশনের সম্পাদক মৃনাল কান্তি সানা, অখিল মন্ডল, সুভাষ মন্ডল, সুজন কুমার সানা, জগদীশ রায়, প্রধান শিক্ষক অনিতা মন্ডল, মুকন্দবিহারী মন্ডল,
নৃপেন্দ্রনাথ মন্ডল, অজিত মন্ডল, কমল মন্ডল, মৃনাল সানা, দিপক সরদার, বিভূতি সানা, উজ্জ্বল বিশ্বাস, প্রশান্ত মন্ডল, তরুণ মন্ডল, শ্যামসুন্দর মন্ডল, বিরাজ সানা, রঞ্জন মন্ডল, উদয় মন্ডল,দিপক সরদার, দিলীপ মন্ডল, বিক্রম সানা, বিপ্লব রায় প্রমুখ। শ্যামসুন্দর মূখার্জী ও সুব্রত ব্যানার্জী পৌরোহিত্যে সকাল ৭ টায় শ্রীশ্রী রাধাকৃষ্ণেরর পূজা, ৮ টায় অঞ্জলি, সাড়ে ৯ টায় শিববাটি মন্দির সম্মুখস্থ শিবসা নদীর উপকূলে পূণ্যস্নান এবং স্নানান্তে প্রসাদ বিতরণেরর মধ্য দিয়ে রাস উৎসবের সমাপ্তি ঘটে। এছাড়া কপিলমুনি, লতা, দেলুটি, সোলাদানা ও লস্কর ইউনিয়নের বিভিন্ন স্থানে রাস উৎসবের আয়োজন করা হয়।