পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় শিক্ষার্থীদের উপর হামলা-মারপিটের ঘটনা ঘটেছে। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক সুমন সহ ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
মঙ্গলবার এ মামলাটি করেছেন পাইকগাছা সরকারি কলেজের অনার্স ২বর্ষের ছাত্র আহত মোঃ মিরাজ হোসেন। সে উপজেলার গদাইপুর ইউপির গোপালপুরের ইসমাইল গাজীর ছেলে।
জানাগেছে, ২৬ আগস্ট বিকেল সাড়ে ৫ টায় গদাইপুরের বোয়ালিয়া মোড়ে রাস্তার উপর এ মারপিটের ঘটনা ঘটে।
মামলার বাদী মিরাজ হোসেন এজাহারে উল্লেখ করেছেন, গত ২৫ আগস্ট রাত ৮ টার দিকে বোয়ালিয়া মোড়ে ১নং আসামী রনি’র পোল্ট্রি ফিডের দোকানে আমরা শিক্ষার্থীরা বসে বন্যার্তদের ত্রাণের সাহায্যের লিস্ট প্রস্তুত করছিলাম। এ সময় রনি তার দোকানে ফ্যান চালু করলে আমাদের অসুবিধার হচ্ছিল। এ কারণে আমরা তাকে ফ্যান বন্দ করতে অনুরোধ করি। এক পর্যায়ে সে আমাদের দোকান থেকে বের হতে বলে। এ নিয়ে আমাদের সাথে তার তর্ক-বিতর্ক হয়।
পরের দিন বিকালে বোয়ালিয়া যাত্রী ছাউনীর কাছে শিক্ষার্থীদের ত্রাণের তালিকা তৈরীকালে রনি ও ইব্রাহীমসহ অন্যান্য কয়েকজন হঠাৎ করে লাঠিসোটা নিয়ে আমাদের উপর হামলা চালিয়ে মারপিট করে। হামলায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক সুমন আহমেদ ও হুসাইনসহ ৫ শিক্ষার্থী আহত হয়। এ ঘটনায় মঙ্গলবার থানায় পুরাইকাটির মোঃ মাজেদ এর ছেলে মেহেদী হাসান রনি (২৪) জাহাঙ্গীর দফাদারের ছেলে ইব্রাহীম (২০) ও মোঃ ইয়াসিন ডাক্তারের দু’ছেলে ছেলে আরিফুল (৩৩) ও সাইফুল গাজী(৩৫) সহ অজ্ঞাত৭/৮ জনকে আসামি করে মামলা করা হয়।
এ বিষয়ে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলে ওসি ওবাইদুর রহমান জানান।