পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় লতা ইউনিয়নবাসীর আয়োজনে লবণ পানি বন্ধের দাবীতে পথসভা ও লিফলেট বিতরন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে কাঠামারী বাজারে সাবেক প্রধান শিক্ষক সূর্যকান্ত সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আকড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও যুবলীগনেতা অহেদুজ্জামান মোড়ল। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক রেজাউল করিম, কপিলমুনি কলেজের উপাধক্ষ ত্রিদীপ কান্তি মন্ডল।
সাবেক ইউপি সদস্য সাংবাদিক কৃষ্ণ রায়ের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগনেতা মোজাপ্ফর হোসেন, সাংবাদিক জগদীশ চন্দ্র দে, প্রভাষক কামাল হোসেন, পল্লী চিকিৎসক নিউটন মিস্ত্রী, জ্যোতিষ চন্দ্র মন্ডল, রনজিত অধিকারী, সাবেক মেম্বর প্রদীপ মহলদার, শহিদুল ইসলাম, রওশন সরদার, সেচ্চাসেবক লীগ সহ- সভাপতি মিরন বালা, কৃষক লীগনেতা নটোবর মন্ডল, অমিত বিশ্বাস, উত্তম বিশ্বাস, শিহাব মোড়ল, কৃষ্ণ মল্লিক, মফিজুল ইসলাম, শহিদুল্লাহ হোসেন, অহিদুল বিশ্বাস, কালিদাস সরকার, দেবব্রত শীল, ক্ষিতীশ মন্ডল ও সুনিল মন্ডল।