পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
খুলনার পাইকগাছায় অপরিপক্ক আম রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানোর অভিযোগে ৩ ব্যবসায়ী কে জরিমানা এবং বিপুল পরিমাণ আম বিনষ্ট করা হয়েছে। এলাকার কতিপয় অসাধু ব্যবসায়ী কর্তৃক রাসায়নিক দ্রব্য দিয়ে আম পাকানো হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন সোমবার সন্ধ্যায় উপজেলার কপিলমুনিতে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন।
এসময় অভিযোগের সত্যতা পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় গোপালপুর গ্রামের আম ব্যবসায়ী সোবহান কে ১৫ হাজার, চেচুয়া গ্রামের এরশাদ কে ১০ হাজার ও সরল গ্রামের আব্দুল লতিফ কে ৫ হাজার টাকা সহ ৩ ব্যবসায়ী কে মোট ৩০ হাজার টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ আম পিক-আপের চাকায় পিষ্ট করে বিনষ্ট করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মন্ডল ও পেশকার মোহাম্মদ ইব্রাহিম।