পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
খুলনার পাইকগাছার কপিলমুনিতে মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতির ভবন নির্মাণে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে কপিলমুনি ও হরিঢালী আঞ্চলিক বীরমুক্তিযোদ্ধাবৃন্দ সাংবাদ সন্মেলন করেছেন। শনিবার সকাল ১১ টায় কপিলমুনি প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সাংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন, কপিলমুনি মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের পক্ষে সমিতির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ জামাল হোসেন।
তিনি বলেন, সম্প্রতি কপিলমুনি মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতির ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। এ ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেছেন, পাইকগাছা-কয়রা আসনের সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু। সমিতির ভবনটি নির্মাণ হলে আয়ের প্রসারতা যেমন বাড়বে তেমনি মুক্তিযোদ্ধাদের সভা সমাবেশসহ সমিতির নানামুখী কার্যক্রম পরিচালনা সহজতর হবে।
এসব কথা মাথায় রেখে আমরা সমন্বয় মুখী ভাবে এ ভবন নির্মাণ কাজ শুরু করেছি। এটা আমাদের মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতির নিজস্ব জায়গা। সমিতির বাইরের কেহ এ কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনা। যাহারা বিরোধিতা করছেন তারা কেহ বহুমুখী সমবায় সমিতির সদস্য নন।
একটি অদাচিত মহল হুটকরে এসে আমাদের ভবন নির্মাণ কাজে বাঁধা প্রদান করছে। এমনকি কিছুদিন আগে তথাকথিত কিছু লোক নিয়ে আমাদের বিরুদ্ধে সম্পর্ণ মিথ্যা তথ্যের উদ্বৃতি দিয়ে সংবাদ সন্মেলন করেছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাথে সাথে তাদের শুভ বুদ্ধির উদয় হোক এ কামনা করি।
পাশাপাশি বৈরীতা নয়, সহনীয় মনোভাব নিয়ে সমিতির কার্যপ্রণালীর মধ্যে সীমাবদ্ধ থেকে যদি কোন বীরমুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা আমাদের সমিতির সদস্য হতে চাই। তাহলে সে হতে পারবে। সর্বপরী আপনারা কলম সৈনিক, আমাদের ভাই, আপনারা সঠিক তথ্যের ভিত্তিতে সঠিক সাংবাদ পরিবেশন পূর্বক আমাদের সকল কার্যক্রমে পাশে থেকে সাহায্যে করবেন। এমনটি আশা আমাদের সকলের।