পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে রয়্যাল ফিস কার্যালয়ে পাইকগাছা চিংড়ী ও মৎস্য চাষি সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা চিংড়ী ও মৎস্য চাষি সমিতির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রিপন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, সাজ্জাদ আলী সরদার, রেজাউল করিম,
মনোহর চন্দ্র সানা, সুনীল মন্ডল, আলহাজ্ব স ম রেজাউল করিম, আলহাজ্ব আব্দুল মজিদ সানা, আলহাজ্ব শামীম হোসেন, আলহাজ্ব মাহবুবর রহমান, সহকারী অধ্যাপক আবু সাবাহ, আনোয়ার হোসেন, জাকির হোসেন, ওবায়দুল হক মিঠু, শওকত মোড়ল, বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী নয়ন, সুমন, ইশিতা এনাম ঋতু, মুনমুন, সুমনা, রুদ্র, লাবিব, পলক, পরশ, নুরজয়, রাজ, হৃদয়, উসামা, আকসারা নেওয়াজ, ইফতি, কাজল, ঋভু, রাকিব, হাসিব, রুম্মান, রাকিবুল,শারাফুল ইসলাম আবির, শারমিন সুলতানা বৃষ্টি, নিগার সুলতানা মিম, জাকির, নাসিম, সোহাগ, রামিম হাসান, এনামুল, মুসা, তানিয়া রহমান, মনোয়ারা ইয়াসমিন মৌ, স্বর্ণা, তামান্না, টুকটুকি, খুর্শিদা, জান্নাতি, রিয়া, ঐশী, মিমি, এশা ও আরিফা।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা ইব্রাহিম খলিল।