পাইকগাছা প্রতিনিধি
খুলনার পাইকগাছায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ওয়াশ কর্মসূচী, ডরপ্ পানিই জীবন প্রকল্প ও নবলোকের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বর্ণাঢ্য র্যালি, হাত ধোয়া এবং আলোচনা সভার আয়োজন করে। সোমবার সকালে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে “আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম।
সাংবাদিক আব্দুল আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, আব্দুল মান্নান গাজী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সমাজসেবা অফিসার অনাথ বিশ্বাস, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে, প্রাক্তন অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সিসিটি অরুন কুমার ঢালী, ব্র্যাক ওয়াশ কর্মসূচীর ম্যানেজার রেজাউল করিম ও ডরপ্ পানিই জীবন প্রকল্পের সমন্বয়কারী আবু সায়েম।