
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছার দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল—আমিন এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।
উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, ইউআরসি ইন্সট্যাক্টর ঈমান উদ্দীন, প্রেসক্লাবের সহ—সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক এন ইসলাম সাগর, স্নেহেন্দু বিকাশ, পূর্ণ চন্দ্র মন্ডল, মাজহারুল ইসলাম মিথুন ও উপজেলা পরিষদের সিএ কৃষ্ণপদ মন্ডল। অনুষ্ঠানে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে ৩৪ জন দরিদ্র শিক্ষার্থীকে বাইসাইকেল ও ৪০ জন দুস্থ মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয়।