সর্বশেষ:

মেডিকেল ক্যাম্প

পাইকগাছায় পৃথক ফ্রি মেডিকেল ক্যাম্প ও বই মেলা অনুষ্ঠিত

মেডিকেল ক্যাম্প
Facebook
Twitter
LinkedIn

এস,এম,আলাউদ্দিন সোহাগ,পাইকগাছা (খুলনা)

খুলনার পাইকগাছায় পৃথক ফ্রি মেডিকেল ক্যাম্প ও বই মেলা অনুষ্ঠিত হয়েছে। মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার উপজেলা সদরের টাউন মাধ্যমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আব্দুল হাকিম এর সার্বিক সহযোগিতায় পাইকগাছা পৌরসভা এ বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচীর আয়োজন করে। মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আব্দুল হাকিম।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, ওসি ওবাইদুর রহমান, বিএমএ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ড. শেখ মোহাঃ শহীদ উল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু ও ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন।

চিকিৎসা প্রদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের ডাঃ সাবরিন আক্তার, ডাঃ মোহাম্মদ ওয়াজিবুল্লাহ, ডাঃ মোঃ ফয়সাল কামাল, ডাঃ মেহেদী হাসান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ জেবুন্নেছা জেবু, ডাঃ আবুল কালাম আজাদ, ডাঃ মঈনুল ইসলাম, ডাঃ মশিয়ার রহমান মুকুল, ডাঃ তৌহিদুজ্জামান, ডাঃ তরিকুল ইসলাম, ডাঃ খান রবিউল আউয়াল।

অপরদিকে ভিলেজ মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, বই মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাইকগাছা ডায়াবেটিক সমিতি ও হেলথ কেয়ার ডায়গনষ্টিক সেন্টারের সহযোগিতায়, পাইকগাছা-কয়রা হসপিটাল, ক্লিনিক, ডায়াগনষ্টিক, ওনার্স অ্যাসোসিয়েশন এ কর্মসূচির আয়োজন করে। মেডিকেল অফিসার ডাঃ প্রশান্ত মন্ডল ও স্কুল শিক্ষক দীপ্তি সরকারের সার্বিক তত্ত¡াবধায়নে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএমএ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ড. শেখ মোহাঃ শহীদ উল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল-মামুন, প্রধান শিক্ষক আনিছুর রহমান, বিএম আক্তার হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সঞ্জয় মন্ডল, ইউপি সদস্য, আজিজুর রহমান লাভলু, সাবেক সদস্য আবুল কাশেম ও বিধান মন্ডল।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana