পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় জেন্ডার বান্ধব জলবায়ু সংবেদনশীল কার্যক্রমে চাহিদা ভিত্তিক খাত তৈরী, বাজেট বৃদ্ধি, বাস্তবায়ন ও মনিটরিং বিষয়ক উপজেলা পর্যায়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা ইউরোপীয় ইউনিয়ন, র্ডপ ও হেলভেটাস এর অর্থায়নে মঙ্গলবার সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে উন্নয়ন সংস্থা র্ডপ ইভল্ভ প্রকল্পের আওতায় এ নাগরিক সংলাপের আয়োজন করা হয়।
নাগরিক প্রতিনিধি ও প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ এফএমএ রাজ্জাকের সভাপতিত্বে ও র্ডপ ইভল্ভ এর প্রকল্প ব্যবস্থাপক প্রতিভা বিকাশ সরকারের সঞ্চালনায় নাগরিক সংলাপ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু, প্রাক্তন অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম, সাংবাদিক সেকেন্দার আলী ও এম মোসলেম উদ্দীন আহম্মেদ, ইউপি সদস্য সাইফুল ইসলাম, মোবাররক হোসেন, মিন্টু, রমজান সরদার, নাজমা বেগম, জাহানারা পারভীন, ইউপি সচিব আব্দুল গণি, বেলাল হুসাইন ও ফিল্ড ফ্যাসিলিলেটর রুমানা পারভীন।