সর্বশেষ:

পাইকগাছায় দূর্নীতি

পাইকগাছায় দূর্নীতির দায়ে অভিযুক্ত ইউপি সদস্য পুলকেশ রায়কে প্যানেল চেয়ারম্যান থেকে অব্যাহতি

পাইকগাছায় দূর্নীতি
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৫নং ওয়ার্ড সদস্য পুলকেশ রায়ের বিরুদ্ধে ৮ ইউপি মেম্বরের অভিযোগ। অভিযোগের প্রেক্ষিতে প্যানেল চেয়ারম্যান থেকে অব্যাহতি। উলেখ্য, লতা ইউনিয়নের চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস নৈতিক স্থলনের দায়ে অভিযুক্ত হয়ে সাময়িক বরখাস্ত হন। ঐ সময় প্যানেল চেয়ারম্যান পুলকেশ রায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এসময় তিনি অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে সরকারী পানির ট্যাংকি বিক্রি করেছেন।

সরকারী রাস্তার ইট খুলে বিক্রি সহ বিভিন্ন প্রকল্পে ব্যবহার করে সরকারী অর্থ আত্মসাৎ সহ নানাবিধ অনিয়ম করেছেন। সেকারণে ইউনিয়ন পরিষদের ৮ জন ইউপি সদস্য তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। যা বিভিন্ন গণমাধ্যে খবর প্রকাশিত হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে গত ১১/০৭/২৪ তারিখে ইউনিয়ন পরিষদের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যাপক আলোচনা অন্তে অভিযুক্ত পুলকেশ রায়কে প্যানেল চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি সত্য বলে জানান।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana