পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য র্যালি,আলোচনা সভা, গাছের চারা ও যুব ঋনের চেক বিতরণের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন দপ্তরের যৌথ উদ্যোগে বুধবার সকালে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে " স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ " প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা, গাছের চারা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু।
সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জি এম বাবলুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রনজু, কাউন্সিলর এস এম তৈয়েবুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত ঘোষ, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক হাদিসুজ্জামান, সাংবাদিক আব্দুল আজিজ, এম মোসলেম উদ্দিন আহমেদ, প্রশিক্ষণপ্রাপ্ত সফল যুব ফসিয়ার রহমান , মাজহারুল ইসলাম মিথুন, রীতা ঢালী ও পূর্ণিমা। অনুষ্ঠানে ১১ জন প্রশিক্ষণপ্রাপ্ত যুবক এবং যুব নারীকে ৫লাখ ৯০ হাজার টাকার যুব ঋণের চেক প্রদান করা হয়।