পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছা আইনজীবী সমিতির বর্তমান অবস্থা ও করণীয়, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অগ্রগতি, বর্তমান ভূমিকা ও করণীয় বিষয়ক আলোচনা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।
ফোরামের আহবায়ক আলহাজ্ব অ্যাডভোকেট জি এ সবুরের সভাপতিত্বে ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এফএম এ রাজ্জাক, এসএম মুজিবর রহমান, দীপঙ্কর কুমার সাহা, আমজাদ হোসেন, প্রশান্ত ঘোষ, অনাদী কৃষ্ণ মন্ডল, টিএম সাইফুদ্দিন সুমন, মোহতাছিম বিল্লাহ, একরামুল হক বিশ্বাস, আব্দুল মালেক, নজির আহমেদ, শেখ মাহমুদুল হক মুন্না, কাজী সাইফুল ইসলাম ও জিএম ইব্রাহিম হোসেন।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ শেখ বোখারী।
সভায় বক্তারা সুন্দরবন জেলা, সাব ও যুগ্ম জেলা জজ আদালত বাস্তবায়ন এবং আইনজীবী সমিতির বর্তমান কমিটি দ্রুত বাতিলের দাবি জানান। এছাড়া সভায় প্রবীণ আইনজীবী আলহাজ্ব জিএ সবুর কে আহবায়ক এবং দীপঙ্কর কুমার সাহা কে সদস্য সচিব করে পাইকগাছা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম আহবায়ক এফএম এ রাজ্জাক, আব্দুল মালেক, সদস্য প্রশান্ত ঘোষ, অনাদী কৃষ্ণ মন্ডল, মোহতাছিম বিল্লাহ, এসএম মুজিবর রহমান, একরামুল হক বিশ্বাস, টিএম সাইফুদ্দিন সুমন ও কাজী সাইফুল ইসলাম।