পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় চিংড়ি ও মৎস্য খাত রক্ষা করার দাবীতে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর সদরে উপজেলার সোলাদানা ইউনিয়নের চিংড়ি চাষী ও মৎস্য ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন উপজেলা চিংড়ি চাষী সমিতির নেতৃবৃন্দ।
উপজেলা চিংড়ি চাষী সমিতির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রিপন এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, মনোহর চন্দ্র সানা, রেজাউল ইসলাম, আলহাজ¦ আব্দুল মজিদ সানা, এসএম রেজাউল হক, সাজ্জাত আলী সরদার, আলমগীর সরদার, সাঈদুর রহমান পল্টু, পঞ্চানন সানা, জামিলুর রহমান রানা, সায়েদ আলী কালাই, বজলু গাজী, রেজাউল বিশ্বাস, মোবাররক সরদার, রেজাউল ইসলাম, শওকত সরদার, রবিউল ইসলাম, কিনা সরদার, অধীর মেম্বর ও মাহমুদুল সানা। মতবিনিময় সভায় বক্তারা লবণ পানির চিংড়ি চাষ বহাল রাখতে চিংড়ি চাষী ও মৎস্য ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।