পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় সরকারি ও বেসরকারি পর্যায়ে সেবাদানকারী (ইউনিয়ন-উপজেলা পরিষদ) প্রতিষ্ঠানের সাথে জনগণের উন্মুক্ত সংলাপ গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দাতা সংস্থা হেলভেটাস এর অর্থায়নে র্ডপ, সুশীলন, পানিই জীবন ফেইজ-৩ প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন এ গণশুনানী অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস, কৃষি অফিসার অসীম কুমার দাস, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ। র্ডপ ও সুশীলনের আবু সায়েম হোসেন এবং তাপস কুমার দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউপি সচিব সঞ্জয় দাশ, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক আলাউদ্দীন রাজা, প্রশান্ত ঘোষ ও মিতা রানী দাশ।