সর্বশেষ:

পাইকগাছায় কৃষক

পাইকগাছায় কৃষক প্রশিক্ষণ, কৃষি যন্ত্রপাতি বিতরণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

পাইকগাছায় কৃষক
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় কৃষক প্রশিক্ষণ, কৃষি যন্ত্রপাতি বিতরণ, মাঠ স্কুল পরিদর্শন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ মিলনায়তনে গোপালগঞ্জ, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় দুই দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভা থেকে ৩০ জন কৃষক প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। পরে উপজেলা পরিষদ মাঠে ভূর্তকী মূল্যে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন।

এরপর দুপুরে পার্টনার প্রকল্পের আওতায় মাঠ স্কুল পরিদর্শন এবং পরে বিকালে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় উপজেলার মাহমুদকাটীতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাসের সভাপতিত্বে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন।

বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ মোঃ আব্দুস সামাদ, অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) কৃষিবিদ এসএম মিজান মাহমুদ। বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহজাহান আলী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিৎ দাস, উপসহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহম্মেদ তুহিন ও সরাজ উদ্দীন মোড়ল।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana