পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছার কৃষকদের মাঝে পারিবারিক পুষ্টি বাগানের বীজ-সার সহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। অনাবাদি পতিত জমি ও বসতবাড়ীর আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় বৃহস্পতিবার দুপুরে রবি মৌসুমে উপজেলার দেড়শো' কৃষকের মাঝে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। এ কর্মসূচীর আওতায় প্রত্যেক কৃষক কে ৩ মৌসুমের বীজ, ৬ টি ফলের চারা, ২টি বীজ সংরক্ষণ পাত্র, ১ বস্তা জৈব সার, রাসায়নিক সারের মধ্যে ইউরিয়া, টিএসপি ও এমওপি সার, নেট, ঝাঁঝরি ও সাইনবোর্ড প্রদান করা হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাশ এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহজাহান আলী, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিৎ দাশ, এডভোকেট শফিকুল ইসলাম কচি, প্রশান্ত মন্ডল, নাদিরুজ্জামান, উপসহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহমেদ তুহিন, এনামুল হক, রুবাইয়া খাতুন, সরাজ উদ্দিন মোড়ল, আফজাল হোসাইন, সুব্রত দত্ত, আবুল কালাম আজাদ, ইয়াসিন আলী খান, নাহিদ মল্লিক, এসএম মফিজুর রহমান,
ইমরান হোসেন, উত্তম কুমার কুন্ডু, ফয়সাল আহমেদ, মৃণাল সরকার, জান্নাতুল ফেরদৌস মুনিয়া, আব্দুল্লাহ, আতাউল্লাহ, সুমিত দেবনাথ, আব্দুল্লাহ, কমলেশ দাশ, সুমিত দেবনাথ, শামীম আফজাল, তাপস সরকার, দেবদাশ রায়, তারিফুর রহমান, শরিফুল ইসলাম, সোহাগ হোসেন, আনোয়ার হোসেন ও আকরাম হোসেন।