সর্বশেষ:

পাইকগাছায় এমপি নূরুল হকের মৃত্যু বার্ষিকী পালিত

পাইকগাছায় এমপি নূরুল হকের মৃত্যু বার্ষিকী পালিত

পাইকগাছায় এমপি নূরুল হকের মৃত্যু বার্ষিকী পালিত
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ->>
পাইকগাছা-কয়রার সাবেক সংসদ সদস্য আলহাজ¦ এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক এর তৃতীয় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে পারিবারিক ও দলীয়ভাবে পৃথক কর্মসূচির আয়োজন করা হয়। শনিবার বিকালে পুরাইকাটীস্থ নিজ বাসভবনে পারিবারিকভাবে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সাবেক এমপি পুত্র ও খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ¦ শেখ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য ও খুলনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডঃ সোহরাব আলী সানা। বিশেষ অতিথি ছিলেন, সংসদ সদস্য আলহাজ¦

আক্তারুজ্জামান বাবু, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আফসার আলী, জেলা আওয়ামী লীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম, অধ্যক্ষ রবিউল ইসলাম ও বাহার উদ্দীন।

উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, ময়নুল ইসলাম, আওয়ামী লীগনেতা জিএম ইকরামুল ইসলাম, বিজন বিহারী সরকার, এ্যাডঃ পঙ্কোজ কুমার ধর, ইদ্রিসুর রহমান মন্টু, এসএম শামছুর রহমান, শেখ আবুল কালাম আজাদ, দাউদ শরীফ, প্রভাষক শেখ ময়েজ উদ্দীন, আমিরুল ইসলাম, আব্দুল মজিদ বয়াতী, যুবলীগনেতা গৌরঙ্গ মন্ডল, মোসলেম উদ্দীন ফকির, মিজানুর রহমান, আজিবর রহমান, শেখ সোহরাওয়ার্দী, আজহারুল ইসলাম স¤্রাট ও উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্তী।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ক্বারী লিয়াকত আলী ও হাফেজ শরিফুল ইসলাম। এদিকে সকালে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু।

উল্লেখ্য, প্রয়াত এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক পাইকগাছা-কয়রা থেকে ৪ বার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে ২ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি সাংগঠনিকভাবে আওয়ামীলীগকে সু-সংগঠিত ও ব্যাপক উন্নয়ন করে এলাকায় ব্যাপক প্রশংসিত হন। এলাকার মানুষ তাকে আধুনিক পাইকগাছা কয়রার রূপকার খ্যাতি দেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana