পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছার সরকারি উন্নয়ন কাজের দ্বিতীয় শ্রেণির ইট ফিরিয়ে দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা মজুদকৃত ইট ব্যবহারের অনুপযোগী হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে শুক্রবার ফেরত পাঠায়। উল্লেখ্য, উপজেলা পরিষদ এলাকায় নির্মিত হচ্ছে ৫শ আসন বিশিষ্ট আধুনিকমানের অডিটরিয়াম। যার নির্মাণ কাজ চলমান রয়েছে। এদিকে নির্মাণ কাজে ব্যবহারের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান ৫ হাজার ইট নির্মাণ কাজের সামনে প্রধান সড়কে মজুদ করে রাখে।
মজুদ রাখা ইট ২য় শ্রেণির হওয়ায় তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নজরে আসে। পরে শিক্ষার্থীরা উপজেলা প্রকৌশল দপ্তরের কর্মকর্মার উপস্থিতিতে সংশ্লিষ্ট ঠিকাদারের মাধ্যমে ব্যবহার অনুপযোগী ২য় শ্রেণির ইট ফেরত পাঠায়। এ সময় উপস্থিত ছিলেন, উপ-সহকারী প্রকৌশলী স্বজল বিশ্বাস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আসির ফয়সার, অনন্যা রহমান নিশি, ইয়াসিন আরাফাত, ফাহিম শাহরিয়ার সজিব, আকসারা নেওয়াজ চাহাত।