পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় দিনব্যাপি উত্তম কৃষি চর্চা (জিপিএ) সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২০২৩-২৪ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্স ফরনেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় মঙ্গলবার উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনব্যাপি এ প্রশিক্ষণের আয়োজন করে।
পার্টনার প্রকল্পের খুলনা অঞ্চলের মনিটরিং অফিসার কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক ও উপ-পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার অতিরিক্ত উপ-পরিচালক উদ্যান কৃষিবিদ মোঃ আব্দুস সামাদ। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাস।
বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা, সহকারী সম্প্রসারণ কর্মকর্তা শাহজাহান আলী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিৎ দাশ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহম্মেদ তুহিন, রুবাইয়া খাতুন, কৃষক আনিছুর রহমান, কবির মোড়ল, জেসমিন নাহার শিলা ও স্বপ্না মন্ডল। প্রশিক্ষণে এলাকার ২৫জন কৃষক অংশগ্রহণ করেন।