পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছা থানা পুলিশ ১৭৫ পিচ ইয়াবা সহ দুই ব্যক্তিকে আটক করেছে। পৃথক অভিযানে এদেরকে আটক করা হয়। এদের বিরুদ্ধে থানায় পৃথক দুটি মামলা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানাগেছে, ৩০ জানুয়ারী গোপালপুর এলাকা থেকে ১শ পিচ ইয়াবা সহ রূপসা উপজেলার রাজাপুর গ্রামের মৃত শামছুর রহমান খানের ছেলে হারুন অর রশীদ (ইয়াবা খোকন ৬০) কে এবং ২৯ জানুয়ারী শিবসা ব্রিজের ওপর থেকে ৭৫ পিচ ইয়াবা সহ লস্কর গ্রামের হামিদ গোলদারের ছেলে বিল্লাল হোসেন (৩৫) কে হাতেনাতে আটক করা হয়। আটক দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় পৃথক দুটি মাদক আইনে মামলা হয়েছে বলে ওসি ওবাইদুর রহমান জানান।